নিজস্ব প্রতিবেদক:
রংপুর নগরীর আলম নগর কুঠিরপাড়া এলাকার ধুনকরদের মাঝে এখন কর্মব্যস্ততা ফিরে এসেছে। এলাকার নারীরা লেপ-তোষক বানিয়ে সংসারের চাহিদা পূরণের পাশাপাশি তাদের পরিবারকে সহযোগিতা করছে। ৩০ বছর ধরে প্রতি শীতে তারা তৈরি করে আসছেন লেপ-তোষক। আর গৃহকর্তারা এসব লেপ তোষক দূর-দূরান্ত এলাকায় ভ্যানে করে বিক্রি করে।
কুঠিরপাড়ার নারীরা দিনে চার/ছয়টি করে লেপ-তোষক তৈরি করে এবং প্রতিটিতে চল্লিশ টাকা করে পাচ্ছেন তারা। নারী শ্রমিক ধুনকর মালা খাতুন, বিথী বেগম, ফিরোজা বেগম, টুলটুলি বেগম, নুরজাহান বেগম আশা খাতুন, রেহেনা বেগম ও সুমনা বেগম জানান, প্রতিটির জন্য চল্লিশ টাকা করে পেলেও শ্রম অনুযায়ী মূল্য কম হওয়ায় সংসারের চাহিদা মিটাতে কষ্ট হয়।
ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে নাজমুল হাসান (পাপন), স্বপন মিয়া, তছলিম মিয়া, আমিনুল হোসেন, মনোয়ার হোসেন ও ঈমাম হোসেন লেপ-তোষক বিক্রি করেন। তারা জানান, লেপ-তোষকের মান অনুযায়ী প্রতি লেপে ৫০-৬০টাকা লাভ হয় তাতে দিন ঘুরে পাঁচ/ছয়টি বিক্রি করে গড়ে ৩০০ টাকা উপার্জন হয়। এসব কাজে নিজস্ব ভ্যান ব্যবহার করেও এই আয়ে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছে তারা। এসব ধুনকর পরিবারের দাবি সরকারী ও বেসরকারী ভাবে স্বল্প সুদে ঋণ পেলে ব্যবসা বাড়ানো সমভব হতো। অনেক বেকার যুবক ও নারীর কর্মসংস্থনের সৃষ্টি হতো।
দৈনিক দেশজনতা /এমএইচ