১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৭

নীলফামারীতে সওজ’র ওয়ার্কচার্জড কর্মচারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্কচার্জড কর্মচারীদের ৭ দফা দাবী বাস্তবায়নে অবস্থান কর্মসূচি পালন করেছে নীলফামারীতে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজে যোগ না দিয়ে নীলফামারী দফতরের মূল ফটকে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করে ইউনিয়নের সদস্যরা। সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন নীলফামারী জেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে ৩০জন অংশগ্রহণ করছেন বলে জানান নেতারা।

সমিতির নীলফামারী সভাপতি সিরাজুল ইসলাম জানান, ৫ তারিখ থেকে শুরু হওয়া অর্ধদিবস অবস্থান কর্মসূচি শেষ হবে ৯ নভেম্বর পর্যন্ত। এরমধ্যে দাবী আদায় না হলে ১২ নভেম্বর জেলা শহরে মানববন্ধন, ১৪ নভেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি, ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পুর্ণদিবস কর্মবিরতি এবং ২৮ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত চল চল ঢাকা চল কর্মসূচি অনুষ্ঠিত।

প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যাচাই বাছাইকৃত ২৬৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে দ্রুত শুণ্যপদে পদায়ন  ও অবশিষ্ট ৪৩৯২ জনকে শর্তশিথিল করে আগে মতো কনভার্টেড রেগুলার আওতায় নেয়া, মহামান্য হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন, পদোন্নতি, চাকুরীর বয়স ৬২ বছর করারসহ সাত দফা দাবী বাস্তবায়নে আন্দোলন শুরু করেছে সারাদেশের ওয়ার্কচার্জড কর্মচারীরা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ৩:৩৯ অপরাহ্ণ