২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৫

ফরিদপুরে ব্যস্ততম সড়কে ঝুঁকিপূর্ণ সেতু

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফরিদপুর-মুকসুদপুর সড়কটি দিয়ে প্রতিদিন শত শত বাস, ট্রাক, পিক-আপ, নসিমন, অটো-রিক্সা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। তবে এ সড়কের নগরকান্দা উপজেলা এলাকার বেশ কয়েকটি সেতু অনেক পুরাতন ও ঝুঁকিপূর্ণ।

কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের অভাবে দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সবাইকে। ঈশ্বরদী এলাকার আফসারের মোড়ের সেতুটি দীর্ঘদিন সংস্কারের অভাবে রীতিমতো মরণ-ফাঁদে পরিণত হয়েছে। সেতুটির মাঝখানে বড় বড় গর্তেরও সৃষ্টি হয়েছে। গর্তের মধ্যে বিভিন্ন যানবাহনের চাকা আটকে ঘটছে দুর্ঘটনা। পা গর্তে পড়ে স্কুলের শিক্ষার্থীসহ পথচারীদের নিয়মিতই বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

পুরাতন এ সেতুটির একাধিক স্থানে ফাটল সৃষ্টি হয়েছে এবং রেলিংয়ের বিভিন্ন অংশও ভেঙ্গে গেছে। যে কোনো সময় সেতুটি সম্পূর্ণ ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ারও শঙ্কা রয়েছে।

স্থানীয় এলাকাবাসী বার বার সেতুটির বিষয়ে কর্তৃপক্ষের কাছে জানিয়েও এ পর্যন্ত কোনো ফল পায়নি।

ফলে যানবাহন চলাচলে এবং পথচারিদের প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে। সেতুটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সানাউল হক বলেন, সেতুটি সংস্কারের প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ৫:১০ অপরাহ্ণ