৬ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৫০

দেবরের সাথে পরকীয়া: স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ছোট ভাইয়ের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়াকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ায় স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যুর খরব পাওয়া গেছে। কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা এলাকার বাকরা গ্রামে আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘটেছে বলে জানিয়েছেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ বছর পূর্বে স্ত্রী ফেরদৌস বেগম (২৪) এর সাথে বিয়ে হয় বাকরা গ্রামের খোরশেদ আলমের। বিয়ের পর থেকেই এখনো পর্যন্ত তাদের কোনো সন্তানাদি নেই বলে স্থানীয় সূত্র জানায়।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে খোরশেদ আলমের ছোট ভাইয়ের সাথে পরকীয়ার সম্পর্কের জেরে ঝগড়ার সৃষ্টি হয়। এসময় খোরশেদ আলম তার স্ত্রীকে লাথি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ৪:২৯ অপরাহ্ণ