নিজস্ব প্রতিবেদক:
সরকার গুণ্ডামি করে ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, দেশে চিরস্থায়ী ক্ষমতায় থাকার ব্যবস্থা করা হচ্ছে। এ সরকার আবারও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চাইলে পরিনতি ভয়াবহ হবে। মুক্ত রাজনৈতিক দলের উদ্যোগে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, বাকশাল করে আওয়ামী লীগ যে দুর্নাম কুড়িয়েছে। আবারও ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় থাকতে চাইলে তাদের পরিণতি সর্ম্পকে সর্তক থাকতে হবে।
তিনি আরো বলেন, দেশে এখনও ক্রস ফায়ারে মাধ্যমে মানুষ খুন করা হচ্ছে। এসব কাজ বন্ধ না হলে পরিনতি ভয়াবহ হবে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

