১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১০

আবদুর রহমান বিশ্বাসের মরদেহে বিএনপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের দ্বিতীয় জানাজা নামাজ রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে শনিবার দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মরহুমের প্রথম জানাজা নামাজ বরিশালের জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সেখান থেকে তার মরদেহ আকাশ পথে রাজধানী ঢাকায় আনা হয়।

জানাজা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা মরহুমের মরদেহের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর হাইকোর্ট প্রাঙ্গণে পৌনে তিনটার দিকে তৃতীয় এবং তিনটার দিকে সংসদ ভবনের উত্তর প্লাজায় মরহুমের চতুর্থ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরআগে গতকাল রাত আটটা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই রাষ্ট্রপতি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ৩:৪৫ অপরাহ্ণ