১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০০

পুরো রায় বাতিল চেয়ে চলতি মাসেই রিভিউ

নিজস্ব প্রতিবেদক:

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের পুরো রায়টি বাতিল চেয়ে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার দুপুরে সুপ্রিম কোর্টস্থ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ১১ সদস্যের রিভিউ কমিটির সঙ্গে প্রায় তিন ঘন্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

রিভিউ প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, রিভিউয়ের প্রস্তুতি চলছে’। কিন্তু কবে নাগাদ রিভিউ হতে পারে তা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ মাসেই রিভিউ আবেদন করা হবে’। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে রিভিউ কমিটির সঙ্গে আইনমন্ত্রী বৈঠক শুরু হয়েছিল।

বৈঠকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, একরামুল হক টুটুল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, মাসুদ হাসান চৌধুরী, খন্দকার দিলিরুজ্জামান, অমিত তালুকদার, সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, উক্ত বৈঠকে রিভিউয়ের বিভিন্ন আইনগত দিক নিয়ে পর্যালোচনা করা হয়।

এর আগে গত ৭৯৯ পৃষ্ঠার সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের বৃহৎ পরিসরে পর্যালোচনা ও রিভিউ করতে সহকর্মীদের নিয়ে ১১ সদস্যের কমিটি গঠন করেন অ্যাটর্নি জেনারেল। এরপর গত ১৫ অক্টোবর থেকে কমিটির সদস্যরা প্রতি কার্যদিবসে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত পর্যালোচনা থেকে রিভিউ আবেদন তৈরির কাজ করছেন।

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে ওই রায়ে এ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত করেছেন আপিল বিভাগ। বিশেষত রায়ের পর্যবেক্ষণের বিরুদ্ধে রিভিউয়ের আবেদন জানাবেন রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর গত ১১ অক্টোবর মাহবুবে আলম জানিয়েছিলেন, রায় হাতে আসার নির্ধারিত ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদনের নিয়ম। এ সময়ের মধ্যেই আবেদন জানানো হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ৩:০২ অপরাহ্ণ