২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

শোয়েব আকতারের শুভেচ্ছায় সিক্ত আশিষ নেহরা

স্পোর্টস ডেস্ক:

সদ্য অবসর নিয়েছেন ভারতীয় পেসার আশিষ নেহরা। আর অবসরের পর থেকেই শুভেচ্ছাবার্তা পেয়েই চলেছেন ভারতের এই পেস তারকা। ভারতীয়রা তো বটেই, বিদেশি ক্রিকেটাররাও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তাকে। সেই তালিকায় নতুন সংযোজন পাকিস্তানের শোয়েব আখতার। সাবেক এই পাকিস্তানি পেসারের সঙ্গে মাঠের লড়াই জমে যেত নেহরার। তাই তো শোয়েব বলেছেন, ‘‌খুব ভাল মানুষ। একজন সৎ পেস বোলার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাল। ওর বিরুদ্ধে খেলাটা বরাবরই উপভোগ করতাম। ’‌ সত্যিকারের স্পোর্টসম্যানশিপ বোধহয় একেই বলে।

শোয়েবের শুভেচ্ছা বার্তার পরেই টুইটারে প্রচুর রি–টুইট এসেছে। একজন বলেছেন, ‘‌সীমান্তের ওপারের একজন ক্রিকেটার যেভাবে অভিনন্দন জানাল তা সত্যিই প্রশংসনীয়। আরও একজন বলেছেন, ‘‌বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে ভাল পারফর্ম করেছে নেহরা। এবার তো শোয়েব শুভেচ্ছা জানাল। ’‌

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ১২:৩২ অপরাহ্ণ