১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৯

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে বিএনপি আগামী ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলন এসব কথা জানান রিজভী। তিনি বলেন, ‘আগামী ৮ নভেম্বর আমরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করব। এজন্য প্রশাসনের কাছে চিঠি দিয়েছি।’

বিএনপির এই নেতা জানান, সমাবেশের জন্য তাদের প্রস্তুতি চলছে। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নিয়ে প্রস্তুতি সভা করা হয়েছে। আশা করছি, কর্মসূচি সফল হবে।  সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিএনপি চেয়ারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন কিনা এমন প্রশ্নের উত্তরে রিজভী বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) থাকবেন কিনা এটা পরে জানানো হবে।’

এ সময় তিনি আবারও দাবি করেন, রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়ে কক্সবাজার যাওয়ার সময় ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশেই হামলা করা হয়েছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা করেছে। এজন্য এখন উল্টো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে স্বীকারোক্তি আদায় করছে আওয়ামী লীগের সাজানো পুলিশ।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৩, ২০১৭ ৩:০৮ অপরাহ্ণ