১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৩

রাজশাহীতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ীতে ৩ হাজার ৫১৪ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরন করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত রাবি খরিপ-১ ২০১৭-২০১৮ মৌসুমে কৃষি প্রনোদনা ওপূর্নবাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ( সরিষা, গম,ভুট্রা,বিটি,বেগুন,মুগ,তিল) বরোধান ও সবজি ও রাসায়নিক সার এ অনুষ্ঠানে বিতরন করা হয়।

আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার বাংলার সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করছে। তিনি আরও বলেন, আগামী দিনে আওয়ামীলীগ সসরকার আবারও ক্ষমতায় আসলে কৃষকদের কষ্টের কথা ভেবে বর্তমানের চেয়ে কৃষি ক্ষাতে আরো বেশী ভর্তুকি দেবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসহাক আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ তৌফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুফিয়া খাতুন মিলিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়াম্যান গণ এবং বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা নেত্রীবৃন্দ।পরে কৃষকদের মাঝে সার ও বীজ তুলে দেন ওমর ফারুক চৌধুরী। এই উপজেলায় ৩ হাজার ৫৪১ জন কৃষক প্রতিজন ২০ কেজি গম, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রায় ৩৮ লক্ষ টাকার মূল্যের এসব জিনিস পান।

প্রকাশ :নভেম্বর ৩, ২০১৭ ১২:৫৬ অপরাহ্ণ