২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:১৭

ব্রাক্ষ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৪

ব্রাক্ষ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাক্ষ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে সন্ত্রাসী হামলায় ২ জনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহতদের নাম মো.মনির হোসেন (৪০) ও জালাল হুসেন (৩৫)। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহতদেরকে প্রাথমিক ভাবে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতদের চিকিৎসার অবস্থার বেগতি দেখে ঢাকা মেডিকেল রেফার করা হয়েছে।

খোজ নিয়ে জানা যায় যে বাচ্চাদের খেলা কেন্দ্র করে এই ঝগড়ার, পরিস্থিতির হয়। গত ৩১/১০/২০১৭ এ ঘটনা ঘটে। দুই শিশু ঝগড়ার, কথা কাটাকাটি করতে গিয়ে প্রতি পক্ষর হামলার শিকার হলেন মো.মনির হোসেন ও জালাল হুসেন । তবে মনিরের অবস্থা আস্কাজনক বলে জানান । মো. আলী আজম মুন্সি আরো বলেন মনির এর মাথার আঘাতটা অনেকটা হওয়াতে সব মিলিয়ে তার অবস্থা খুব খারাপ। আমার ভাই বিদেশ থকে এসেছে সে ঝগড়া করার মানুষ না।

আসামি পক্ষের মো. ফরহাদ মিয়া বলেন আমার ছেলের সাথে মুন্সির ছেলে লাঠিম খেলায় ছিল এ নিয়ে ঝগড়া হয়েছে । তবে তার সাথে আমার কোন বিরোধ নেই আমার ছেলের পায়ে বেথ্যা ও আমার ভাই হাত ভেংগে আহত হয়েছে। আসে পাশের লোকজন বললেন আমরা এর সঠিক বিচার দেখতে চাই। এ ব্যপারে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি এজাহার করা হয়েছে। বাঞ্ছারামপুর মডেল থানার অসি অংশু কুমার দেব বলেন আমরা অভিযোগ পেয়েছি। আসামিদের কে আইনের আওতায় আনা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ৯:১৮ অপরাহ্ণ