নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে দখলকৃত সব খাল পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। এসব খাল উদ্ধার করতে না পারলে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দেয়া সম্ভব নয়। আজ বৃহস্পতিবার রাজধানীর চাঁনখারপুল মোড়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন এবং জনতার মুখোমুখি জনপ্রতিনিধি শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, আজ থেকে ঢাকা জেলা প্রশাসন, ডিএসসিসি এবং ঢাকা ওয়াসার যৌথ উদ্যোগে খাল অবৈধ দখলমুক্ত অভিযান শুরু করা হয়েছে। খাল উদ্ধার না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। একাজে তিনি এলাকাবাসীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। আইনী জটিলতা বা আদালতের নিষেধাজ্ঞা নেই এমন সব খাল উদ্ধারে কার্যক্রম চালানো হবে।
অনুষ্ঠানে এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সঙ্গে সঙ্গে এগুলোর সমাধানের উদ্যোগ নেন। তিনি এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বক্সীবাজার থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত স্যুয়ারেজ লাইনের ময়লা শুক্রবার থেকেই জেট এন্ড সাকার মেশিন দিয়ে পরিস্কারের জন্য সংস্থার পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের নির্দেশ দেন। বক্সীবাজার এলাকায় সুপেয় পানির সমস্যা দূরীকরণে আগামী ১ মাসের মধ্যে পানির পাম্প বসানো হবে মর্মে স্থানীয় ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে বন্ধ হয়ে থাকা সড়কের মেরামত কাজও আগামীকাল শুক্রবার থেকেই শুরু করার জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন।
২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর বীন আজীজ (তামিম)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, তিতাস গ্যাস, ডিএমপি, ওয়াসাসহ অন্যান্য সেবা সংস্থার কর্মকর্তা ও পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা /এন আর