১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১২

৭ নভেম্বর পালনে ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক:

‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষ্যে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৫ নভেম্বর থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

বিএনপি প্রতি বছর ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস হিসেবে পালন করে থাকে। দিবসটি ঘিরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সহ-সভাপতিদের নিয়ে এ যৌথসভা করেন।

সভা শেষে রিজভী বলেন, ‘৭ নভেম্বর সকাল ছয়টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে। পরে সকাল ১০টার দিকে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।’ তিনি জানান, বাকি দিনগুলোতে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন আলোচনা সভার আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা হাবিবউন-নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ৬:১৬ অপরাহ্ণ