১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২২

জেলে রানীর হালে হানিপ্রীত

আন্তর্জাতিক ডেস্ক:

হানিপ্রীত ইনসানের জেল জীবনের এক মাস কেটে গেল। কেমন আছে বাবা রাম রহিমের বিতর্কিত ‘পালিত কন্যা’ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, জেলে রীতিমতো ভিআইপির খাতির পাচ্ছে হানিপ্রীত। বিশেষ সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে। এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, জেলের রান্না মুখে তুলতে পারছে না হানিপ্রীত। তাই নিয়মিত তার কাছে গোপনে বাড়ির রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। আম্বালা সেন্ট্রাল জেলে তার এই বিশেষ ‘ট্রিটমেন্ট’ পাওয়ার খবরকে অবশ্য উড়িয়ে দিয়েছেন হরিয়ানার জেলমন্ত্রী কৃষানলাল পানওয়ার। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই খবর ভিত্তিহীন। হানিপ্রীতকে মোটেই আলাদা করে কোনও বিশেষ খাতির করা হচ্ছে না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ৪:০৯ অপরাহ্ণ