১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩১

বাড্ডায় বাবা-মেয়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাসার ছাদ থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হোসেনবাগ মার্কেটের পাশে ময়নার মোড় এলাকার বাসার ছাদ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতের নাম- জামিল (৩৮) ও তার মেয়ে নাম নুসরাত (৯)। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী বলেন, ‘উত্তর বাড্ডার ময়নারবাগের তিনতলা একটি বাসার ছাদের ঘরে ভাড়া থাকতেন তারা। বাড়ির ছাদে তাদের লাশ পাওয়া গেছে।’.

এদের মধ্যে জামিলের রক্তাক্ত লাশ পাওয়া গেছে। তবে নুসরাতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ওয়াজেদ আলী বলেন, ‘কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এর আগে বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে গৃহকর্মীকে রান্নাঘরে আটকে রেখে মা শামসুন্নাহার করিম (৪৬) ও ছেলে শাওনকে (১৭) হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার সময় শামসুন্নাহারের স্বামী বাড়ির মালিক আবদুল করিম বাসায় ছিলেন না।

এ নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। যদিও পরের দুটি লাশের মৃত্যুর কারণ পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে রক্তাক্ত লাশ উদ্ধার হওয়ায় এটি হত্যাকাণ্ডের ঘটনা বলেই ধারণা করছে পুলিশ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ২:৫৪ অপরাহ্ণ