১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৫

টাঙ্গাইলে সড়কে ঝরল ব্যবসায়ী প্রাণ

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল সদর উপজেলায় ট্রাক্টরের চাপায় ইমান আলী (৩৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের কাগমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমান আলী (৩৭) সদর উপজেলার হুগড়া ইউনিয়নের গন্দপপুর গ্রামের হোসেন মুন্সীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ইমান আলী সকালে শহরের পার্ক বাজারে লেবু বিক্রি শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। উপজেলার কাগমারী এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা বিদ্যুতের খুটি ভর্তি একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। টাঙ্গাইল সদর মডেল থানার ওসি সায়েদুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ২:৫১ অপরাহ্ণ