ডায়েট চার্টে সব কিছুর সাথেই একটি দুটি শসার কথা বলা হয়ে থাকে। সালাদ তৈরিতে, কাঁচা কিংবা রান্না করে- সব রকমই খাওয়া যায় শসা। রূপচর্চার ক্ষেত্রে শসা ছাড়া প্রায় সবকিছুই অপূর্ণ। এতসবকিছুর বাইরেও রয়েছে শসার কিছু ব্যতিক্রমী ব্যবহার। চলুন জেনে নেই-
নিঃশ্বাসের দুর্গন্ধের সমস্যা থাকলে হাতের কাছে মিন্ট না থাকলে কয়েক টুকরা শসা চিবিয়ে খেয়ে ফেলুন। নিঃশ্বাসের দুর্গন্ধ থাকবে না। একটানা কাজ করলে অনেকের মাথা ব্যথা হয়। এই রকম মাথা ব্যথা হলে কয়েক টুকরা শসা খেয়ে ৫ মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকুন। মাথা ব্যথা সেরে যাবে।
বাসার আশেপাশে বাগান থাকলে কীটপতঙ্গ অত্যাচার করে। একটা এ্যালুমিনিয়াম কৌটায় কয়েকটুকরা শসা রেখে দিন। এ্যালুমিনিয়ামে শসা এমন এক গন্ধের সৃষ্টি করবে যা কীটপতঙ্গ সহ্য করতে পারে না। কিন্তু মানুষের কোনো সমস্যা হয় না।
ছুরি, চাকু বা দায়ের মরিচা দূর করার জন্য এক টুকরা শসা কেটে নিয়ে ঘষে নিন। দেখবেন মরিচাতো দূর হবেই, সাথে ভেসে উঠবে পুরনো ধারের উজ্জ্বলতা। বাসার ছোট্ট শিশুটি দেয়ালে পেন্সিল দিয়ে হিবিজিবি এঁকে দাগ ফেললে শসার খোসা নিয়ে ক্রেয়নের দাগগুলো মৃদু ঘষে তুলে ফেলুন। দেখবেন সহজে উঠে গেছে। কলমের কালিও শসার খোসা দিয়ে ঘষে তুলে ফেলা যায়।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

