আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কলারোডার ডেনভারে একটি সুপারসেন্টারে (মূল্যছাড়ে পণ্য বিক্রি হয় এমন বড় দোকান) গোলাগুলিতে অন্তত দু’জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন। তবে এটি কোনো সন্ত্রাসী হামলার ঘটনা কি সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি সিএনএনের প্রতিবেদনে। গতকাল মঙ্গলবারই নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের বাইক চলাচলের রাস্তায় ট্রাক উঠিয়ে দিয়ে আট জনকে হত্যা করেছেন এক উজবেক নাগরিক। হামলার পর ট্রাকের ভেতর থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের একটি নোট উদ্ধার করা হয়েছে।
বুধবারের ঘটনা প্রসঙ্গে থর্টন পুলিশ ডিপার্টমেন্ট বলছে, এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি দোকানের ভিতরে হয়েছে বলেও উল্লেখ রয়েছে সিএনএনের প্রতিবেদনে। ঘটনাস্থল থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হয়েছে। তবে বন্দুকধারী কাউকে জিম্মি করতে পেরেছেন কি না সে বিষয়টি স্পষ্ট নয়।
দৈনিক দেশজনতা/এন এইচ