১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

ফতুল্লায় ট্রাকচাপায় ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় দুই গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকার রুবেলের স্ত্রী রাহেলা বেগম (২৫) ও একই এলাকার সালাউদ্দিনের স্ত্রী সাজেদা বেগম (২৮)। তারা ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থিত টাইমস সোয়েটার কারখানার শ্রমিক।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুর খান জানান, বুধবার রাত ৮টায় কারখানা ছুটির পর ওই দুই শ্রমিক একসঙ্গে বাড়িতে যাচ্ছিলেন। এসময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ও নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসাপাতালে অপরজনের মৃত্যু হয়।

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ১০:০০ পূর্বাহ্ণ