নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ শহরের পবহাটি নিকারীপাড়ায় ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে মসজিদের ইমাম শিহাব উদ্দিন ও মাতব্বর আব্দুল মজিদকে ১ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত ইমাম শিহাব উদ্দিন পবহাটি এলাকার জাহান আলীর ছেলে ও আব্দুল মজিদ একই এলাকার আব্দুল আজিজের ছেলে।
আদালতের বিচারক জানান, ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের ৫ম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীকে বিয়ে দেওয়া হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বিয়ে পড়ানো ও সহযোগীতা করার অপরাধে স্থানীয় মসজিদের ইমাম শিহাব উদ্দিন ও মাতব্বর আব্দুল মজিদকে ১ মাস করে কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী, ঝিনাইদহ সদর থানার এস আই কবির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।