ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনের মেঘনায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জলদস্যুকে আটক করে পুলিশে সোপর্দ করে জেলেরা। মঙ্গলবার দিবাগত রাতে মেঘনার মির্জাকালু পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- আব্বাস (৩০), আলমগীর (৩০), মাইনুদ্দিন (২৬), রুবেল (২২), সামসুদ্দিন (২০), চানমিয়া (২৯) ও নুরুন্নবী (২৮)। এদের বাড়ি তজুমদ্দিন ও বোরহনউদ্দিন উপজেলার বিভিন্ন গ্রামে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন, গভীর রাতে মেঘনার মির্জাকালু পয়েন্টে ৭ ডাকাত জেলেদের ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় জেলেরা টের পেয়ে ৭ জলদস্যুকে আটক করে পুলিশে দেয়। তবে তাৎক্ষণিক ডাকাতরা তাদের অস্ত্র পানিতে ফেলে দেয়। রাতেই তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এদের বিরুদ্ধে এর আগেও ডাকাতির অভিযোগ রয়েছে। ০১ নভেম্বর বুধবার সকালে আটক দস্যুদের জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

