২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

পাইলট সাব্বির ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর দারুস সালাম থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট সাব্বিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব রিমান্ডের এ আদেশ দেন। এ ঘটনায় গ্রেফতার হওয়া সাব্বিরের মা মোসা. সুলতানা পারভীন ৫ দিন এবং মো. আসিফুর রহমান আসিফ (বাড়ির মালিকের স্ত্রীর নিকটাত্মীয়), মো. আলমের (চা দোকানদার) ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দিবাগত রাতে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব। আটকের পর মঙ্গলবার সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্য নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা। বিমানের আগে সাব্বির রিজেন্ট এয়ারলাইন্সে পাঁচ বছর কাজ করে। সর্বশেষ সোমবার সন্ধ্যায়ও তিনি বিমানের ঢাকা-কলকাতা-ঢাকার একটি ফ্লাইট পরিচালনা করেন।

তিনি বলেন, গ্রেফতার পাইলট সাব্বির (৩১) দারুস সালামের বর্ধনবাড়ি এলাকায় থাকেন। তিনি ২০০৯ সালে বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে বিমান চালানোর প্রশিক্ষণ নেন। ২০১০-১৪ পর্যন্ত রিজেন্ট এয়ারলাইন্সে চাকরি করেন। এ সময় স্পেন থেকে বিশেষ প্রশিক্ষণ নেন তিনি। ২০১৪ সালে হতে অদ্যাবধি তিনি বাংলাদেশ বিমানের পাইলট হিসেবে চাকরিরত। তিনি দুবাই, কাতার, মাসকাট, সিঙ্গাপুর, মালেয়েশিয়া, থাইল্যান্ড এবং দেশের আভ্যন্তরীণ রুটের ফ্লাইট ছাড়াও অন্যান্য আরও অনেক দেশে বিমানের পাইলট হিসেবে কাজ করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১, ২০১৭ ৪:৩৪ অপরাহ্ণ