২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪৬

মালয়েশিয়ার সব নাগরিকের মোবাইল ডাটা চুরি

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার মোবাইল কোম্পানিগুলোর সব গ্রাহকের তথ্য (ডাটা) চুরির ঘটনা ঘটেছে। দেশটির কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) গত সোমবার এক ফেসবুক বার্তার মাধ্যমে চুরির ঘটনাটি স্বীকার করে নেয়। ওই হ্যাকিংয়ের ঘটনায় মালয়েশিয়ার ৪ কোটি ৬০ লাখের বেশি মোবাইল ফোন গ্রাহকের ডাটা চুরি হয়ে গেছে। বিবিসির খবরে বলা হয়েছে, ফাঁস হওয়া ডাটার মধ্যে দেশটির মোট জনসংখ্যার ৩ কোটি ২০ লাখের মোবাইল নম্বর, ইউনিক ফোন সিরিয়াল নম্বর এবং বাসার ঠিকানা রয়েছে। হ্যাকাররা নাগরিকদের স্পর্শকাতর বিভিন্ন তথ্যের পাশাপাশি দেশটির একাধিক সরকারি ও বাণিজ্যিক ওয়েবসাইট থেকেও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। মালয়েশীয় প্রযুক্তি সংবাদ সাইট লোইয়াটডটনেট সর্বপ্রথম এই ডাটা চুরির খবর প্রকাশ করে।
এ সাইটটি জানতে পারে কেউ একজন অপ্রকাশিত সংখ্যক বিটকয়েনের বিনিময়ে ব্যক্তিগত তথ্যের বিশাল এক ডাটাবেজ বিক্রি করতে চাচ্ছে। এতে অন্তত ১২টি মালয়েশীয় টেলিযোগাযোগ অপারেটরের গ্রাহকদের তথ্য ব্যক্তিগত রয়েছে। এ ছাড়া হ্যাকাররা মালয়েশিয়ান মেডিকেল কাউন্সিল, মালয়েশিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, অ্যাকাডেমি অব মেডিসিন মালয়েশিয়া, মালয়েশিয়া হাউজিং লোন অ্যাপ্লিকেশনস, মালয়েশিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন, ন্যাশনাল স্পেশালিস্ট রেজিস্টার অব মালয়েশিয়া এবং চাকরি খোঁজার প্লাটফর্ম জবস্ট্রিটডটকম থেকেও বিশাল পরিমাণ ডাটা চুরি করেছে বলে জানায় প্রযুক্তিবিষয়ক সাইটটি।
লোইয়াটডটনেট বলে, তারা ১৮ অক্টোবর মালয়েশিয়ার যোগাযোগ পর্যবেক্ষকদের এ বিষয়ে অবহিত করে আর এমসিএমসি বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত করছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১, ২০১৭ ৪:৩১ অপরাহ্ণ