সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী বাজারে বাংলা মদ পান করে দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মতিয়ার রহমান মতি (৪২) ও গান্ধাইল ইউনিয়নের পশ্চিম খুকশিয়া গ্রামের ইয়ার বক্সর ছেলে বেলাল হোসেন (৫০)। বুধবার ভোর রাতে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতির মৃত্যু হয় ও মঙ্গলবার রাতে গান্ধাইল ইউনিয়নের পশ্চিম খুকশিয়া গ্রামে বেলাল হোসেনের মৃত্যু হয়।
গান্ধাইল ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম ও স্থানীয় ছাত্রলীগ নেতা সোহেল রানা জানান, মঙ্গলবার রাতে সোনামুখী বাজারে মতি ও বেলালসহ বেশ কয়েকজন বাংলা মদ পান করে বাড়িতে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাতে বেলাল হোসেন নিজ বাড়িতে মারা যায়। গুরুতর অবস্থায় মতিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায়।
কাজীপুর থানার অফিসার্স ইনচার্জ সমিত কুন্ডু জানান, পরস্পরের মুখে শুনছি দু’জনের মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে কেউ থানায় অবগত বা অভিযোগ কিছুই জানায়নি।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

