১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

চাঁপাইনবাবগঞ্জে ৭ জঙ্গি তিনদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় গ্রেফতার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ৭ সদস্যকে তিনদিনের রিমান্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম তাদের প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১০ ও ১১ মে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জেএমবির ৭ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গানপাউডার, সাড়ে ৫২ কেজি পাওয়ার জেল ও ২২টি ‘জিহাদী বই’ উদ্ধারের কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

গ্রেফতারের পর তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিল পুলিশ।

দৈনিক দেশজনতা/এন আর/সময়: ৫:৪৪

প্রকাশ :মে ১৬, ২০১৭ ৬:১৪ অপরাহ্ণ