অনলাইন ডেস্ক:
তিন তালাকের রীতিটি মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের বিষয়। ১৪০০ বছর ধরে মুসলিমরা এ রীতি চর্চা করে আসছে। ভারতের সুপ্রিম কোর্টে তিন তালাক নিয়ে শুনানির চতুর্থ দিন মঙ্গলবার এসব কথা বলেছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। তারা আরো বলেছে, অন্য ধর্মের লোকেরা যেমন বিভিন্ন রকম বিশ্বাস নিয়ে তা চর্চা করেন মুসলিমদের কাছেও একই রকম তিন তালাকের বিষয়টি। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।
এতে বলা হয়, এআইএমপিএলবি’র পক্ষে আইনী লড়াই করছেন কেন্দ্রীয় সাবেক আইনমন্ত্রী ও সিনিয়র এডভোকেট কপিল সিবাল। সুপ্রিম কোর্টে তিনি বলেছেন, ৬৩৭ খ্রিস্টাব্দ থেকে তিন তালাকের রীতিটি প্রচলিত। মুসলিমরা গত ১৪০০ বছর ধরে এই রীতি মেনে চলছেন। এটা বিশ্বাসের বিষয়। তাই সাংবিধানিক নৈতিকতা বা সমতার প্রশ্ন এক্ষেত্রে আসতে পারে না।
উল্লেখ্য, তিন তালাক নিয়ে করা আবেদনের শুনানির জন্য ভারতের প্রধান বিচারপতি জগদিশ সিং কেহর’কে প্রধান করে ৫ সদস্যের বেঞ্চ গঠন করা হয়েছে। এর অন্য সদস্যরা হলেন বিচারপতি কুরিয়ান জোসেফ, রোহিন্তন ফালি নাইরমান, উদয় উমেশ ললিত ও এস আবদুল নাজির।
দৈনিক দেশজনতা/এমএম