১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

সৌদিতে এম কে আনোয়ারের মৃত্যুতে দোয়া মাহফিল

দৈনিক দেশজনতা ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের মৃত্যুতে সৌদি আরবের আছির প্রদেশে শোক সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি খামিস মোশায়েতের স্থানীয় একটি হোটেলে আছির প্রদেশ বিএনপি এই আয়োজন করে। শোক সভা ও দোয়া মহাফিলে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা বাদশা মিয়া। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, মো. জুয়েল, হাবিবুর রহমান, মোহাম্মদ আবদুল হক, মোহাম্মদ ইউসুফ, মো. কাইছার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমেদ বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। বর্তমান সরকার জনগণের অধিকার ক্ষুণ্ন করছে। সারা দেশে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে।

এ সময় তিনি খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সভা শেষে মরহুম এম, কে, আনোয়ারের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, এম কে আনোয়ার গত ২৩ অক্টোবর (সোমবার) দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :নভেম্বর ১, ২০১৭ ১১:২৭ পূর্বাহ্ণ