২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০০

তুরস্ক যাচ্ছেন ডিসিসিআই প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক:

টারকিস এক্সপোর্ট উইক অ্যান্ড বায়ারর্স মিশনে অংশগ্রহণের জন্য ডিসিসিআই বাণিজ্য প্রতিনিধি দল তুরস্ক যাচ্ছে। আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুলে এ মিশন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সহ-সভাপতি হোসেন এ সিকদারের নেতৃত্বে ১৬ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন ডিসিসিআই পরিচালক ইঞ্জি. আকবর হোসেন, ইমরান আহমেদ, খন্দ. রাশেদুল আহসান, মামুন আকবর, মো. আলাউদ্দিন মালিক, রিয়াদ হোসেন, ওসমান গনি, রিয়াদ হোসেন, প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতি আলহাজ আব্দুস সালাম, এম এ সেকিল চৌধুরী, প্রাক্তন সহ-সভাপতি আবসার করিম চৌধুরী, এম আবু হোরায়রাহ, প্রাক্তন পরিচালক এম এ বাতেন, এম বশির উল্যাহ ভূঁইয়্যা, আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম (অব.) ও সদস্য লায়ন মাহমুদ হাসান।

দ্বিপাক্ষিক ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণ এবং তুরস্কের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বৃদ্ধির লক্ষ্যে ডিসিসিআই প্রতি বছর এ ফোরামে অংশগ্রহণ করছে।

ডিসিসিআইর সহ-সভাপতি হোসেন এ সিকদার অনুষ্ঠানে বাংলাদেশের মাইক্রোইকোনোমিক, বিনিয়োগ পরিবেশ এবং আউটলুক শীর্ষক ফোরামে বক্তব্য প্রদান করবেন।

এছাড়াও বাংলাদেশ-তুরস্ক বাণিজ্য সম্ভাবনা বিষয়ে ডিসিসিআই প্রতিনিধি দল তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১, ২০১৭ ১১:২২ পূর্বাহ্ণ