২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:১১

খালেদার জিয়ার গাড়িবহর হামলার ঘটনায় আটক ৫

নিজস্ব প্রতিবেদক:

ফেনীর মহিপালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদেৱ জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন যমুনা পরিবহনের বাসচালক আবদুল মালেক, চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের চালক আবদুর রশিদ ও তিন পথচারী।

ঘটনাস্থলে আসা ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রাম থেকে ফেরার পথে মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে মহিপাল ফিলিং স্টেশনের বিপরীত দিক থেকে অজ্ঞাত ২০/২৫ জনের একটি দল খালেদার গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে ও গুলি ছোঁড়ার অভিযোগ পাওয়া যায়। এছাড়া বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

গত শনিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার সময় ফেনীর ফতেহপুরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় ভিডিও ফুটেজে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের হামলায় অংশ নিতে দেখা যায় বলে স্থানীয় এলাকাবাসী নিশ্চিত করে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১, ২০১৭ ৯:৫৮ পূর্বাহ্ণ