নিজস্ব প্রতিবেদক :
জাটকা ধরা, পরিবহন এবং বিক্রিতে আজ বুধবার থেকে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। মঙ্গলবার রাত ১২টার পর থেকে ১০ ইঞ্চির ছোট ইলিশ রক্ষায় আইন ভঙ্গকারীদের জরিমানার বিধান রয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, নিষেধাজ্ঞার এ আট মাসে ১০ ইঞ্চির চেয়ে ছোট আকারের ইলিশ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
ইতোমধ্যে এ বিষয়ে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালানো হয়েছে বিভিন্ন জেলায়। এমনকি আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গেও বিষয়টি নিয়ে সভা হয়েছে।
জানা গেছে, ২২ দিনের নিষেধাজ্ঞায় যৌথ টিমের অভিযান সফল হওয়ায় বিপুল সংখ্যক ডিম ছেড়েছে মা ইলিশ। আট মাসের জাটকা রক্ষার অভিযানে সকল জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ টিম কাজ করবে। এ যৌথ টিম মনিটরিংয়ের পাশাপাশি কোনো জেলে আইন অমান্য করলে তাৎক্ষণিক বিচারের আওতায় নিয়ে আসবে। এ যৌথ টিমে নৌপুলিশ, মৎস্য বিভাগ কাজ করছে।
দৈনিক দেশজনতা/এন এইচ