১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

ডিএসইতে ৭ কার্যদিবস পরে সূচক ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৭ কার্যদিবস পরে সূচকের ঊর্ধ্বমুখি   হয়েছে। মঙ্গলবারের (১৬ মে) লেনদেনে বাজারটি পতনের ধারা থেকে ঘুরে দাড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫৪৩৬ পয়েন্টে। যা এর আগের টানা ৭ কার্যদিবসের পতনে কমেছিল ১১৬ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৫৬৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৫৩৭ কোটি ৯৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৫ কোটি ১৪ লাখ টাকার বা ৫ শতাংশ।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে ১৪২টি বা ৪৩.৮৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৩৫টি বা ৪১.৬৭ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি বা ১৪.৫১ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের শেয়ার। এ দিন কোম্পানির ২৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের ২৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আরএসআরএম স্টিল।

লেনদেনে এরপর রয়েছে- ফাস ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ফিড মিল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, সিটি ব্যাংক ও বিডি ফাইন্যান্স।

এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০২০২ পয়েন্টে। বাজারটিতে ৩৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪০টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তীত রয়েছে ৪০টির।

আগেরদিন সিএসসিএক্স মূল্যসূচক ৫৩ পয়েন্ট কমেছিল। আর লেনদেন হয়েছিল ২৯ কোটি ১৫ লাখ টাকার।

দৈনিক দেশজনতা/এন আর/সময়: ৫:৪৪

প্রকাশ :মে ১৬, ২০১৭ ৫:৪৭ অপরাহ্ণ