২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০২

জাপানে আবাসিক ভবনে নয় লাশ

নিজস্ব প্রতিবেদক:

জাপানের রাজধানী টোকিও-র উপকণ্ঠের একটি ফ্ল্যাট থেকে পুলিশ দুই ব্যক্তির ছিন্ন মস্তকসহ নয়জনের লাশ উদ্ধার করেছে। মস্তক দুইটি একটি শীতল বক্সে রাখা ছিল। মঙ্গলবার সরকারি সংবাদমাধ্যম একথা জানায়।

জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে-র খবরে বলা হয়, এ ঘটনায় ২৭ বছর বয়সী তাকাহিরো শিরাইশি নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে টোকিওর দক্ষিণে জমার ওই অ্যাপার্টমেন্টে বসবাস করে। পুলিশ মুখপাত্র তাৎক্ষণিকভাবে খবরটি নিশ্চিত করতে পারেননি।

এদিকে কর্তৃপক্ষ এ ঘটনায় ২৩ বছর বয়সী উধাও এক নারীকে খুঁজছে। কেননা, তারা এই ঘটনায় ওই নারী ও শিরাইশির মধ্যে একটি যোগসূত্র থাকার কথা জানতে পেরেছে। জিজি প্রেস জানায়, পুলিশ সোমবার ওই অ্যাপার্টমেন্টের প্রবেশ পথে একটি শীতল বক্সের ভিতর থেকে দুইটি ছিন্ন মস্তক উদ্ধার করে। পরে মঙ্গলবার তারা ওই অ্যাপার্টমেন্ট থেকে আরো নয়টি লাশ উদ্ধার করে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ৩:১৭ অপরাহ্ণ