নিজস্ব প্রতিবেদক:
তিনি বলেন, দেশের অনেক ব্যাংক এখনো ব্যাংকিং গাইডলাইন মানছে না। তাই অনেকে পিছিয়ে রয়েছে। এ খাতে তেমন বাজেটও নেই। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আগামীতে রিভিউ গাইডলাইন দেয়া হবে বলে জানান তিনি।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, যেভাবে বিশ্বব্যাপী সাইবার হামলা হচ্ছে তাতে যে কোনও সময় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ। বিশেষ করে বিমানবন্দর, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান, বিভিন্ন ইন্ডাস্ট্রিসহ কম্পিউটার নিয়ন্ত্রিত সব প্রতিষ্ঠানই ঝুঁকিপূর্ণ।
বিআইবিএমর মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন নাজডাক টেকনোলজির প্রধান নির্বাহী মি. নাজ আহমেদ ও বিআইবিএম’র সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম। এ সময় পূবালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক দেব দুলাল রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা/এন আর/সময়: ৫: ০৫