২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:২৩

খালাফ হত্যা: আপিলের রায় বুধবার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুলের পক্ষে পুনঃ শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার রায়ের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চে মঙ্গলবার শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন।
এর আগে গত ২০ আগস্ট শুনানি শেষে রায়ের ১০ অক্টোবর দিন ধার্য করেছিলেন আদালত। তবে রায় প্রস্তুত না হওয়ায় ওই দিন নতুন করে ১৭ অক্টোবর দিন নির্ধারণ করেন আদালত। এ পর্যায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের পক্ষে শুনানির জন্য একটি আবেদন দায়ের করা হয়। ওই আবেদন আমলে নিয়ে আপিল বিভাগ রায় ঘোষণা না করে ৩১ অক্টোবর পুনঃশুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ৫ মার্চ রাত ১টায় রাজধানীর গুলশানের কূটনীতিক এলাকায় নিজ বাসার অদূরে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় ৭ মার্চ গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন হত্যা মামলা করেন। ওই মামলায় একই বছরের ৩০ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। রায়ে মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে সেলিম চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত চার আসামি ওই বছরই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১৩ সালের ১৮ নভেম্বর আপিলের বিষয়ে রায় দেন হাইকোর্ট। রায়ে সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এ ছাড়া আসামি মো. আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পলাতক সেলিম চৌধুরী খালাস পান। ওই রায়ের বিরুদ্ধে ২০১৪ সালে আপিল করে রাষ্ট্রপক্ষ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ১২:০৩ অপরাহ্ণ