১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

রোহিঙ্গা সন্দেহে ত্রিপুরায় আটক ১৮

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের ত্রিপুরায় রোহিঙ্গা সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ।রোববার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী কলমচৌরা থানাধীন রাঘবের এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, সীমান্ত পার হয়ে ত্রিপুরায় প্রবেশের পর এলাকাবাসীর খবর অনুযায়ী পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ত্রিপুরা পুলিশের এক কর্মকর্তা জানান, রোববার সন্ধায় ১৮ জন ব্যাক্তি এক সাথে এলাকায় আসে। পড়ে তারা একটি বাজার শেডে থাকার প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দেয়। তখন স্থানীয় কয়েকজন লোক কাছে গিয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা সঠিকভাবে কোন পরিচয় দিতে পারেনি।

এরপরই এলাকার লোক তাদের আটক করে কলমচৌরা থানায় খবর দেয় সাথে সাথে থানা থেকে পুলিশ এসে তাদের কে থানায় নিয়ে যায়। পড়ে জিজ্ঞেসাবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে তারা সবাই পশ্চিমবঙ্গের মেদিনিপুর জেলার জঙ্গিপুরের বাসিন্দা। তাদের বক্তব্য অনুযায়ী তারা নাকি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ, তেল ইত্যাদি বিক্রি করে থাকে। আর সে জন্যই তারা রাজ্যে প্রবেশ করেছে বলে পুলিশকে জানায়।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৭ ৬:৫৯ অপরাহ্ণ