নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কক্সবাজারের অস্থায়ী রোহিঙ্গা শিবিরে ত্রাণকার্যক্রম বিতরণ শেষে কক্সবাজার সার্কিট হাউজে ফিরে আসেন বিকাল ৪টা ১৫ মিনিটে। সেখানে তিনি দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছেন।
বেগম জিয়া বিশ্রাম শেষে সন্ধ্যা ৭ টায় কক্সবাজার সার্কিট হাউজ থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। এবং রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।আগামীকাল সকালে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সহায়তার উদ্দেশে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা হন বিএনপি চেয়ারপারসন।
দৈনিক দেশজনতা /এন আর