১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০২

রাজশাহীর প্রবীণ সাংবাদিক আবুল হোসেন আর নেই

রাজশাহী প্রতিবেদক :

রাজশাহীর প্রবীণ সাংবাদিক আবুল হোসেন মালেক আর নেই।রোববার রাত পৌনে ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর।

রাজশাহীর প্রবীণ এই সাংবাদিক দুই বছর হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। এক বছর ধরে তিনি ঢাকায় মেয়ের বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন। দুই দিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে আবুল হোসেন মালেক স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকালে নাটোরে গ্রামের বাড়িতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ রাজশাহী নগরীর শিরোইলে নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। বিকেলে নগরীর গোরহাঙ্গা কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

আবুল হোসেন কর্মজীবনে দৈনিক বার্তা, দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।  পরবর্তীতে তিনি স্থানীয় সাপ্তাহিক সোনার দেশ পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দেন। সাপ্তাহিক থেকে দৈনিক হওয়ার পরও তিনি পত্রিকার সঙ্গে ছিলেন।

আবুল হোসেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ছিলেন। তিনি রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।

বরেণ্য এই সাংবাদিকের মৃত্যুতে রাজশাহীর সব সাংবাদিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। তারা আবুল হোসেন মালেকের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৭ ৬:৩২ অপরাহ্ণ