১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

কুইন্সল্যান্ডে একরাতে ১ লাখ ৭৬ হাজার বজ্রপাত!

আন্তর্জাতিক ডেস্ক :

ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টিপাতের মধ্যে আকাশে বিদ্যুতের চমকানি আর বজ্রপাতের দ্রিম দ্রিম শব্দে এক ভয়ংকর রাত পার করল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দারা। শুধু রোববার রাতেই সেখানে ১ লাখ ৭৬ হাজার বার বজ্রপাত হয়েছে।আরো বজ্রপাতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। কুইন্সল্যান্ডের আবহাওয়া ব্যুরো হুঁশিয়ার করে জানিয়েছে, সোমবারও ‘ভয়ংকর বজ্রঝড়, বিধ্বংসী বাতাস ও ব্যাপক শিলাবৃষ্টি’ হতে পারে।

রোববারের ঝড়ে কয়েক শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বজ্রঝড়ে কয়েক হাজার লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিপর্যয়কর বজ্রঝড়ের মধ্যে আকাশে মেঘের কোলে বিদ্যুতের চমকানি ও বজ্রাঘাতের অদ্ভুত ছবি তুলেছেন চিত্রগ্রাহকরা। ব্রিসবেনের চিত্রগ্রাহক স্টিফেন ডোয়েল বিবিসিকে বলেছেন, ‘কয়েক ঘণ্টা ধরে আকাশে বিদ্যুতের খেলা চলছিল, যেকোনো সাধারণ ঝড়ের চেয়ে তা অনেক বেশি।’

স্থানীয় বিদ্যুৎসরবরাহ সংস্থা এনার্জেক্স জানিয়েছে, বজ্রঝড়ে প্রায় ৪ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রোববার সন্ধ্যা থেকে প্রায় ৩ ঘণ্টা টানা বজ্রপাত হয় ব্রিসবেনে। রাতে বিরতি দিয়ে সোমবার সকাল থেকে আবার শুরু হয় দ্রিম দ্রিম শব্দ। বিবিসি

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৭ ৬:২০ অপরাহ্ণ