১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

সাড়ে পাঁচ কেজি হেরোইনসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাড়ে পাঁচ কেজি হেরোইনসহ শামসুল হক ওরফে শোভা নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার সকাল সাতটার দিকে উপজেলার ভাটোপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শোভা ওই গ্রামের মৃত ঠান্ডু মিয়ার ছেলে।

র‌্যাব বলছে, শোভা গোদাগাড়ীর একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে একটি মোবাইল সেট, একটি সিমকার্ড ও নগদ ৪৯ হাজার পাঁচশ টাকাও জব্দ করা হয়েছে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শোভা হেরোইনের একটি বড় চালান বিক্রির জন্য ভাটোপাড়া এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর ক্যাপ্টেন জাহিদ আহমেদের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ এই হেরোইনসহ মাদক ব্যবসায়ী শোভাকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব জানিয়েছে, জব্দ করা হেরোইনগুলোর আনুমানিক মূল্য সাড়ে পাঁচ কোটি টাকা। এসব হেরোইনসহ শোভাকে আটকের ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আটক শোভাকেও ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৭ ৩:০৩ অপরাহ্ণ