নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের সাথে থাকা সাংবাদিকদের গাড়িতে হামলাকারীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘সাংবাদিকদের গাড়িতে যারা হামলা চালিয়েছে তাদের শাস্তির আওতায় আনা হবে। কারা এটি করেছে, তা বের করে আনা হবে।’
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিএনপির নেতা শাহাদাত হোসেনের একটি মুঠোফোন কথোপকথন তুলে ধরে তিনি বলেন, ‘এই আলাপই প্রমাণ করে যে, বিএনপি নিজেরা হামলা চালিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। এটা পরিকল্পিত হামলা। আমরা এটার নিন্দা জানাই।’
আইনশৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বের করে আনুন। ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করার আহ্বান জানাই আমি।’ ‘গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান’ করতে এ অনুষ্ঠানের আয়োজন করে এরাম-আনার জনকল্যাণ ফাউন্ডেশন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।
দৈনিক দেশজনতা /এমএইচ