১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৭

কিশোরগঞ্জে সাহিত্য আসরের পাঁচ গুণীজনকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত ৪৫৩তম সাহিত্য সভায় জেলার পাঁচ গুণীজনকে সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের সমবায় ভবনে প্রবীণ হিতৈষী কার্যালয়ে এ সম্মাননা দেয়া হয়। ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা কবি মো. নিজাম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মুহিউদ্দিন আহমেদ।

সম্মাননাপ্রাপ্তরা হলেন গুরুদয়াল সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. মোজাফফর হোসেন খান, বিশিষ্ট ছড়াকার সাংবাদিক সুবীর বসাক, কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফ উদ্দীন আহমেদ লেনিন, বিশিষ্ট ব্যাংকার কবি মো. মোতাহের হোসেন, আসরের উপদেষ্টামণ্ডলীর সভাপতি সমাজ কর্মী মো. আবুল বাহার।

সভার শুরুতে ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবীব রেজা স্বাগত বক্তব্য দেন এবং সম্মাননাপ্রাপ্তদের স্মরণে স্বরচিত বিশেষ কবিতা আবৃত্তি করেন।

ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক সাংবাদিক আমিনুল হক সাদীর পরিচালনায় অনুষ্ঠানে আলোচনা করেন জেলা শহর সমবায় সমিতির সহসভাপতি মো. শফিউল আলম, ইটনা সমিতির সাধারণ সম্পাদক মো. মেহের উদ্দিন, লন্ডন প্রবাসী এইচ এম মোস্তফা জামান, আসরের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. ফারুকুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রেজা সুমন, নিরাপদ নিউজের জেলা প্রতিনিধি মো.শফিক কবীর, ক্ষুদে বন্ধু মোজাফফর হোসেন খান ও মোদাব্বির হোসেন খান।

স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি মুশফিকুর রহমান তুহিন, মো.মাহফুজুর রহমান। দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন শিল্পী আমানুর রহমান আমান, শিল্পী নিরব রিপন, শিল্পী মাহফুজ আহমেদ প্রমুখ।

এছাড়াও আসরে উপস্থিত ছিলেন জহিরুল হাসান রুবেল, মির্জা মাহবুবা বেগ মৌসুমী, শামসুন্নাহার চৌধুরী, ইফতেখার জামান সানি, শারিয়ার রশিদ অন্তর ও ওমর ফারুক।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ৮:২১ অপরাহ্ণ