১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০

কক্সবাজার পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্য কক্সবাজারে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি কক্সবাজার সার্কিট হাউসে পৌঁছান। এ সময় কক্সবাজার বিএনটির নেতারা খালেদা জিয়াকে  শুভেচ্ছা জানান। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন।
এর আগে রবিবার বেলা সোয়া ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কক্সবাজারের পথে রওনা হন বেগম  খালেদা জিয়া। খালেদা জিয়াকে সংবর্ধনা জানাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জড়ো হন বিএনপি নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ।
আগামীকাল সোমবার সকাল ১১টায় উখিয়ায় বালুখালি পানবাজার রোহিঙ্গা ক্যাম্প, বালুখালি-২, হাকিমপাড়া ও শফি উল্লাহকাটা ঢালা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন বিএনপির চেয়ারপার্সন। ওই দিন বিকেলে কক্সবাজার হয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে তার রাত্রি যাপন করার কথা রয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ৮:২৩ অপরাহ্ণ