১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে কোহলির রেকর্ড

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ওয়ানডেতে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির পথে অসাধারণ এক ল্যান্ডমার্ক স্পর্শ করেছেন ভারতের অধিনায়ক। এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে ওয়ানডেতে দ্রুততম ৯ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েন কোহলি।

চলতি বছরের প্রথম দিকে নিউজিল্যান্ডের বিপক্ষেই দ্রুততম ৯ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েন ডি ভিলিয়ার্স। একই বছর সেই রেকর্ড ভেঙে দেন কোহলি।১৯৪তম ইনিংসে ৯ হাজার রান পূর্ণ করেন কোহলি। ডি ভিলিয়ার্স ২০৫ ইনিংসে ৯ হাজার রানের ল্যান্ডমার্কে পৌঁছেন।

ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি করা কোহলি অবশ্য এরপর আর বেশিদূর এগোতে পারেননি। ১০৬ বলে ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১৩ রান করে আউট হন তিনি। ওয়ানডেতে এখন কোহলির রানসংখ্যা ৯০৩২।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ৫:৪২ অপরাহ্ণ