২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৩

চবির ‘সি’ ইউনিটের ফলাফল আজ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সিইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। গত বৃহস্পতিবার এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন জানান, ‘সি’ ইউনিটের ফলাফল রোববার প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.cu.ac.bd)  পাওয়া যাবে।

উল্লেখ্য, এ বছর চবিতে চারটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের ৪৬টি বিভাগ এবং ৫ টি ইনস্টিটিউটে মোট চার হাজার ৯২৪টি আসনের বিপরীতে এক লাখ ২৬ হাজার ৫৭টি আবেদন জমা পড়েছে। এতে পরীক্ষায় বিভিন্ন বিভাগে প্রতি আসনের জন্য লড়ছে ২৬ জন শিক্ষার্থী।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ৫:২৯ অপরাহ্ণ