১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

যশোরে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে গুলি করে হত্যা

যশোর প্রতিবেদক:

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমনকে (২৯) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের বেজপাড়া গুলগোল্লা মোড়ে এ ঘটনা ঘটে।ইমন শহরের বেজপাড়ার গোলগোল্লার মোড়ের আজিমাবাদ কলোনি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

প্রতিবেশী সোহাগ হোসেন জানান, গুলগোল্লা মোড়ের কালামের দোকানে বসে বন্ধুদের সঙ্গে লুডু খেলছিলেন ইমন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অন্ধকারে এগিয়ে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। দুটি গুলি ইমনের বুকে লাগে। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ইমনের মৃত্যু হয়েছে। পরে রাত ১১টা ১৩ মিনিটে তার লাশ হাসপাতালে পৌঁছায়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, রাত ১১টার দিকে দুর্বৃত্তরা ইমনকে গুলি করে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। তবে কি কারণে কারা তাকে হত্যা করল এখনও জানা যায়নি। ইমন এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল।

জেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল শাহী জানান, বিভিন্ন সময় শহরে যারা অস্ত্র নিয়ে মহড়া দেয়, তারাই ইমনকে হত্যা করেছে।

 

হত্যার খবর পেয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে ভীড় করেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ৫:১০ অপরাহ্ণ