১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০২

ঝালকাঠিতে জলবায়ু অর্থায়নে জবাবদিহিতার দাবি

নিজস্ব প্রতিবেদক:

জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহি, জনঅংশগ্রহণ এবং শুদ্ধাচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন সমাবেশ ও র‌্যালি করেছে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)। রোববার ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে মানববন্ধন শেষে এ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

জার্মানির বন শহরে আগামী ৬ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনকে (কপ-২৩) সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সনাক সভাপতি (ভারপ্রাপ্ত) হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার মো. ফিরোজ উদ্দীন, এরিয়া ম্যানেজার কাজী মো. এনামুল হক, জেলা ব্র্যাক প্রতিনিধি আবদুস সামাদ।

সমাবেশ থেকে বক্তারা জার্মানিতে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে টিআইবির প্রস্তাবনাসমুহ বাস্তবায়নের জোর দাবি জানান।  মানববন্ধন শেষে শহরে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ৫:২৬ অপরাহ্ণ