১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৩

পোষ্য হিসেবে সন্তানদের বয়সসীমা শিথিল করেছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক:

পোষ্য হিসেবে সন্তানদের কানাডায় ইমিগ্রেশন অথবা স্পন্সরের আবেদনের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করেছে ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)। আগে ১৯ বছর বয়স পর্যন্ত অবিবাহিত সন্তানদের পোষ্য হিসেবে বিবেচনা করা হতো। সেটি বাড়িয়ে এখন ২২ বছর করা হয়েছে। গত ২৪ অক্টোবর থেকে নতুন এই বিধান কার্যকর হয়েছে।

আমাজন ইমিগ্রেশন সার্ভিসেস এর প্রধান ও ইমিগ্রেশন কনসালট্যান্ট ওয়াজির হোসেন মুরাদ বলেন, বিদ্যমান সামাজিক বাস্তবতার কারণেই অধিক বয়স পর্যন্ত বাংলাদেশের ছেলে মেয়েরা বাবা মার উপর নির্ভরশীল থাকে। বয়সসীমা ২২ হওয়ায় কানাডায় ইমিগ্রেশনে আগ্রহী বিপুল সংখ্যক বাংলাদেশি পরিবার তাদের সন্তানদের আবেদনে অন্তর্ভূক্ত করার কথা ভাবতে পারবেন।

আইআরসিসি জানায়, অধিক সংখ্যক মানুষকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এক সাথে থাকার সুযোগ তৈরি করে দিতে কানাডা ইমিগ্রেশন একটি ‘গণ নীতিমালা’ও তৈরি করেছে। এই নীতিমালার আওতায় এ বছরের ৩ মে পর্যন্ত যাদের ইমিগ্রেশনের আবেদন প্রক্রিয়াধীন ছিলো কিংবা ওই সময়ের পরে ইমিগ্রেশনের আবেদন করেছেন তারা তাদের পোষ্যদের নতুন করে সংযুক্ত করতে পারবেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ১১:২০ পূর্বাহ্ণ