১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৫

শাসরুদ্ধকর ম্যাচে জয় পেল ম্যান ইউ

স্পোর্টস ডেস্ক:

আগের ম্যাচে হাডার্সফিল্ডের বিপক্ষে ২-১ কাছে হারের পর সমালোচনার ঝড় ওঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বস হোসে মরিনহোকে ঘিরে। তবে সেই সমালোচনাকে বেশি দূর এগোতে দেননি তার শিষ্যরা। গতকাল টটেনহামের বিপক্ষে শাসরুদ্ধকর ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে অঁতনি মার্শিয়ালের একমাত্র গোলে জিতেছে স্বাগতিক দল। তবে শক্তিশালী টটেনহামের বিপক্ষে জয়টা অবশ্য সহজে পায়নি ম্যানইউ। ৮০ মিনিটে পর্যন্ত গোলশূণ্য ছিল দুই দলের লড়াই। পরের মিনিটে লুকাকুর হেড থেকে বাড়ানো পাসে বল লক্ষ্যভেদ করেন মার্শিয়াল। শেষ ৯ মিনিটে আর গোল পরিশোধ করতে পারেনি সফরকারীরা।

অন্যদিকে, লিগে এটি টটেনহামের দ্বিতীয় হার। ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারেননি টটেনহামের সেরা তারকা হ্যারি কেইন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ১০:৪১ পূর্বাহ্ণ