আন্তর্জাতিক ডেস্ক:
কাতালুনিয়ার রাজনৈতিক নেতারা চাইলে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেবে স্পেন। শনিবার স্পেনের কেন্দ্রীয় সরকার কাতালুনিয়ার পার্লামেন্ট বিলুপ্ত করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে। সেই সঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় নির্বাচন অনুষ্ঠানের আগে পর্যন্ত শাসনভার কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে বলে জানিয়ে দেন। স্পেন সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য কাতালুনিয়ার সংসদ নির্বাচনে রাজ্যটির নেতা কার্লেস পুজেমন্ট অংশ নিতে পারবেন। গত শনিবার কেন্দ্রের আদেশের ফলে রাজ্যের দায়িত্ব ত্যাগে বাধ্য হন কার্লেস।
গত শুক্রবার কাতালুনিয়ার পার্লামেন্ট থেকে স্পেনের অধীনতা ত্যাগের ঘোষণা আসে। কিন্তু এর পরপরই স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় কাতালুনিয়ার আঞ্চলিক সংসদ ভেঙে দেওয়ার পাশাপাশি রাজ্যটির নেতা পুজেমনকে বরখাস্ত করেন। একই সঙ্গে অঞ্চলটিতে তিনি আগাম নির্বাচনেরও ঘোষণা দেন। এদিকে পুজদেমন্টও কাতালুনিয়ায় কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক বিরোধিতার আহ্বান জানিয়েছেন। কাতালুনিয়ার স্বাধীনতার প্রশ্নে স্পেনের বিরোধীতার নিন্দা জানিয়ে তিনি স্বাধীন রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন।
এদিকে, দেশটির কেন্দ্রীয় সরকারের মুখপাত্র ইনিগো মেন্দেজের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বহিষ্কার করা হলেও রাজনীতি চালিয়ে যাওয়ার অধিকার পুজেমন্টের আছে বলে স্পেন সরকার মনে করে।
দৈনিকদেশজনতা/ আই সি