নিজস্ব প্রতিবেদক:
উন্নয়ন মেলা শুরু হচ্ছে কাল রোববার। প্রান্তিক পর্যায়ের উৎপাদনকারীদের পণ্যের বাজার বাড়াতে ছয় দিনব্যাপী এ মেলা করতে যাচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার এ মেলা শুরু হবে, চলবে ৩ নভেম্বর পর্যন্ত।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মেলার কথা জানান পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, ১৯৯০ সালে ২৩টি সহযোগী সংস্থার মাধ্যমে মাত্র ১০ হাজার ১২ জন উদ্যোক্তাকে সহযোগিতার মধ্য দিয়ে কাজ শুরু করে পিকেএসফ। বর্তমানে সহযোগী প্রতিষ্ঠানের সংখ্যা ২৭৭। এছাড়া সংস্থার আট আট হাজার ৬২৮টি শাখার মাধ্যমে প্রতিটি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে।
পিকেএসএফ এখন প্রায় ১ কোটি ২৭ লাখ ১৫ হাজার প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করছে জানিয়ে সংস্থার প্রধান বলেন, আগে পিকেএসএফ ইউনিয়ন পরিষদের সঙ্গে সরাসরি কাজ করত না। আর এখন ১৫৩টি ইউনিয়ন পরিষদের সঙ্গে সরাসরি জড়িত।
অর্থনীতিবিদ খলীকুজ্জামান বলেন, বিশ্বের অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে, ক্ষুদ্র ঋণে দারিদ্র্য বিমোচন হয় না। আমাদের গবেষণাতেও তা উঠে এসেছে। এ কারণেই আমরা মানুষের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ‘ঋণ নিল, আবার ঋণ আদায় হল- এটাই যেন নিয়মে পরিণত হয়েছিল। কিন্তু এখন ঋণ নেয়া লোকটির কী হল, সে দিকে নজর দিচ্ছি। তাই এখন টাকা দিয়েই ক্ষান্ত থাকি না বরং ঋণ গ্রহীতাকে আগে প্রশিক্ষণ দিচ্ছি।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা ও আইটি, সেবামূলক প্রতিষ্ঠানসহ মোট ৯০টি প্রতিষ্ঠানের ১৩৩টি স্টল মেলায় অংশ নেবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উম্মুক্ত থাকবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম ও উপ ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা/এন এইচ